বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫   মাঘ ২ ১৪৩১   ১৫ রজব ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৫

কালীগঞ্জে চিকিৎসা সহায়তায় সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আজিজুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর